Canadian Poutine (কানাডিয়ান পুটিন)
Canadian Poutine:
Canadian
poutine is a delicious and popular dish made with potatoes and cheese. Spicy,
juicy and nutritious food for all ages.
Origin:Canadian Poutine (কানাডিয়ান পুটিন)
This dish was
popularized in Canada 70 to 80 years ago and gradually became a popular and
regular dish.
Ingredients:
1/3 cup
chicken pieces, 1/2 cup cheese, 1/2 cup soybean oil, 1/2 cup master sauce, 1/2
cup tomato sauce, 1/2 teaspoon barbecue sauce, 2 cups thinly sliced potatoes.
Half spoon of black pepper, half spoon of chili powder, one cup of chicken
stock, half cup of water, two spoons of cornflour.
Step 1: First make the gravy,
To prepare the gravy,
place a pan on medium heat. Now add two spoons of oil and mix half spoon of
black pepper, half spoon of chilli powder, one cup of chicken stock and half
cup of water and cook for 2-3 minutes. Mix all together well. Now mix two
spoons of cornflour in the mixer. Mix well and cook for 3-4 minutes to make
gravy.
Step 2: Now let's make the chicken fry:
Fry the small pieces of chicken in oil pan until light brown and keep aside.
Step 3: Now let's make the french fries:
French fry two cups of
thinly sliced potatoes with hot oil in a pan.
Serving:
Now spread the
french fries in a nice bowl. Spread the cheese on it and spread the fried
chicken pieces. Add curry prepared gravy and tomato sauce masters sauce to it
Now taste the popular delicious Canadian Poutine.
কানাডিয়ান পুটিন:
আলু এবং
পনির
দিয়ে
তৈরি
করা
একটি
সুস্বাদু
ও
জনপ্রিয়
খাবার
হলো কানাডিয়ান পুটিন। বাহারি, জুসি এবং পুষ্টি
সমৃদ্ধ খাবার যেকোন বয়সিদের জন্য।
কানাডায় ৭০ থেকে ৮০ বছর
আগে এই খাবার প্রচলন লাভ
করে
এবং
আস্তে
আস্তে
জনপ্রিয়
ও
রেগুলার
খাবার
হিসাবে
স্থান
লাভ করে।
উপকরণ:
তিন ভাগের এক কাপ মুরগির ছোট ছোট টুকরো, হাফ কাপ চিজ, হাফ কাপ সয়াবিন তেল, হাফ কাপ মাস্টার সস হাফ কাপ টমেটো সস, হাফ চা চামচ বারবিকিউ সস, দুই কাপ আলু চিকন চিকন করে ফালি করে কাটা। হাফ চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ মরিচের গুঁড়া, এক কাপ চিকেন স্টক, আধা কাপ পানি দু চামচ কর্নফ্লাওয়ার।
প্রথমে গ্রেভি তৈরি করি:
গ্রেভি তৈরি করতে চুলার কড়াই মাঝারি হিটে বসাই। এবার দুই চামচ তেল দেই আর তাতে হাফ চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ মরিচের গুঁড়া, এক কাপ চিকেন স্টক এবং হাফ কাপ পানি একসাথে করে ২-৩ মিনিট রান্না করি। সবগুলোকে একত্রে ভালো করে মিক্সড করি। এবার মিক্সারে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দেই। ভালো করে মিক্সড করে ৩-৪ মিনিট রান্না করে গ্রেভি তৈরি করি।
এখন মুরগি ফ্রাই :
এবার মুরগির ছোট ছোট টুকরোগুলো তেলের কড়াইতে হালকা বাদামি করে ভেজে আলাদা করে রাখি।
এখন ফ্রেঞ্চ ফ্রাই :
চিকন চিকন করে কেটে রাখা
দুই কাপ আলু দিয়ে কড়াইতে রাখা গরম তেল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করি।
পরিবেশন: এবার একটি সুন্দর
পাত্রে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ছড়িয়ে রাখি। তার ওপর রেখে দেয়া চিজ ছড়িয়ে দেই এবং ছড়িয়ে
দেই মুরগির ভাজা ছোট ছোট টুকরোগুলো। এতে এড করি তৈরি করা গ্রেভি এবং সাথে আর এড করি
টমেটো সস।