Chicken Momo (চিকেন মোমো )
Chicken Momo
Momos are a quick and healthy food choice. This light dish is as tasty as it is spicy.
Chicken Momo |
Origin:
Momo is a Nepalese and Tibetan food. In addition, it is very popular and appreciated in India and neighboring countries. Traditionally, this Momo is made by frying or steaming minced beef mince in a small loaf like bread. However, in different places, this delicious Momo is made with chicken meat or other meat filling.
Ingredients: (with chicken)
1 cup boneless chicken
mince.
Flour or fine flour 1
cup.
Ginger, garlic paste and
chili powder 1 spoon each.
Crushed garlic half a
cup.
Amount like cumin powder,
turmeric powder, chilli powder and salt.
1 cup of oil.
Creation:
- Now cook the minced meat with enough oil and spices in the oven and keep it aside.
- Heat the rest of the oil in a pan, add 1 teaspoon of chilli powder and fry the karakars with minced garlic. Now add half a spoonful of dry chili flakes to it. Keep it in a separate cup with oil.
- Make dough with flour cut small lechis and makes lochi-like bread. Steam the Momos in the cooker. Steam for 12-15 minutes.
Serving:
Arrange on a plate and
spread the mixture of tomato sauce and oil made with garlic cloves on it.
We serve beautiful and delicious Chicken Momos.
চিকেন মোমো |
উৎপত্তিঃ
মোমো একটি নেপাল তথা তিব্বতি খাবার। এছাড়া ভারত ও প্রতিবেশী দেশগুলোতে বেশ জনপ্রিয় ও সমাদৃত।প্রথাগত ভাবে ছোট ছোট লুচির মত রুটির ভিতর চামরি গাইয়ের মাংসের কিমার পুর দিয়ে ভেজে কিংবা ভাপে এই মোমো বানানো হয়।তবে বিভিন্ন যায়গায় মুরগির মাংস বা অন্য মাংসের পুর দিয়ে বানিয়ে থাকে এই সুস্বাদু মোমো।
উপকরণঃ
(চিকেন দিয়ে)
- Ø
একটি চিকেন এর হাড় ছাড়া মাংসের কিমা ১ কাপ।
- Ø ময়দা বা ভালো আটা ১ কাপ।
- Ø আদা, রসুন বাটা ও মরিচের গুঁড়ো ১ চামচ করে।
- Ø রসুন কুচি আধা কাপ।
- Ø পরিমান মত জিরার গুরা, হলুদের গুরা, মরিচের গুঁড়ো ও লবন।
- Ø ১ কাপ তেল।
তৈরিকরণঃ
I. এবার চুলায় পরিমানমত তেল মশলা দিয়ে মাংসের কিমা দিয়ে রান্না করে পুর তৈরি করে তুলে রাখি।
II. প্যানে বাকি তেল গরম করি, তাতে ১ চামচ গুড়া মরিচ দেই এবং তাতে রসুন কুচি দিয়ে করকরা ভাজি করি। এবার তাতে যোগ করি আধা চামচ শুকনা মরিচের ফালি। তেল সহ আলাদা কাপে তুলে রাখি।
III. ময়দা বা আটা দিয়ে ভালো করে ময়ান বানিয়ে ছোট ছোট লেচি কেটে লুচির মত রুটি বানিয়ে তাতে কিমার পুর ভরে পেচিয়ে পছন্দমতো সাজিয়ে মোমো বানাই। মোমো গুলো কুকারে ভাপে বসাই। ১২-১৫ মিনিট ভাপে রাখি।
পরিবেশনঃ
প্লেটে সাজাই আর তার উপর ছড়িয়ে দেই টমেটোর সস এবং রসুন কুচি দিয়ে বানানো তেলের মিশ্রণ।
পরিবেশন করি সুন্দর ও সুস্বাদু চিকেন মোমো।